ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৮ | আপডেট: ৪:০২:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৮ কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছাত্র বলাৎকারের অভিযোগে জামি’য়া মাদানিয়া ইসলামিয়া আগরপুর বাসস্ট্যান্ড মাদ্রাসার শিক্ষক ক্বারী মো. কামরুল ইসলাম খানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টায় তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।এলাকাবাসী জানান, কুলিয়ারচর উপজেলার জামি’য়া মাদানিয়া ইসলামিয়া আগরপুর বাসস্ট্যান্ড মাদ্রাসার শিক্ষক ক্বারী মো. কামরুল ইসলাম খান (৩০) গত বুধবার রাতে ওই মাদ্রাসার নূরানী প্রথম শ্রেণির এক ছাত্রকে (৮) বলাৎকার করে। বলাৎকারের অভিযোগে বৃহস্পতিবার রাতে কুলিয়ারচর থানার এস আই আরিফ রব্বানীর নেতৃত্বে একদল পুলিশ ওই মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষক কামরুল ইসলাম খানকে গ্রেপ্তার করে।এ ব্যাপারে মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মুফতি মো. মনির হুসাইন ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, ওই শিক্ষককে নূরানী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। গত ৪ আগষ্ট থেকে ওই শিক্ষক মাদ্রাসায় পাঠদান করে আসছিল।কুলিয়ারচর থানার ওসি মো. নান্নু মোল্লা বলেন, এ ঘটনায় শুক্রবার কুলিয়ারচর থানায় একটি মামলা রুজু হয়েছে। আরও পড়ুন গাজীপুরে ২ ভাইসহ হেফাজত নেতা গ্রেফতার গোপালগঞ্জে হতদরিদ্র চাষীদের ধান কেটে দিয়েছে ছাত্রলীগ