ছেলের বাবা হলেন তাসকিন টিবিটি টিবিটি স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৮ | আপডেট: ১১:০২:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৮ ছেলে সন্তানের বাবা হয়েছেন ক্রিকেটার তাসকিন আহমেদ। শনিবার (২৯ সেপ্টেম্বর ২০১৮) রাত সোয়া ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তাসকিন নিজেই।তাসকিন বলেন, আলহামদুলিল্লাহ! ছেলে সন্তানের বাবা হয়েছি। খুব খুশি লাগছে। মা ও ছেলে দু’জনেই ভালো আছে। আমার ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।এর আগে ওই ডানহাতি পেসার তার ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ছবি শেয়ার করেন।ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে আছেন তাসকিনের স্ত্রী সৈয়দ রাবেয়া নাঈমা এবং তিনি আগলে রেখেছেন একটি নবজাতককে। সামনে রয়েছেন তাসকিন নিজে। ছবিটি তাসকিনই তুলেছেন বোঝা যাচ্ছে।শেয়ার করা ওই ছবির ক্যাপশনে তাসকিন শুধু লিখেছেন- আলহামদুলিল্লাহ! আরও পড়ুন ঘুম, নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইমে সময় কাটছে তামিমের ভারত-আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ