জন্মাষ্টমীতে নিয়ন্ত্রিত থাকবে ঢাকার যান চলাচল টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৮ | আপডেট: ১:৫৯:অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৮ রোববার শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানী ঢাকার যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যানজট এড়াতে নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকদের সহযোগিতা চেয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।শুক্রবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার জন্মাষ্টমীর প্রধান শোভাযাত্রা শুরু হবে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে। শেষ হবে বাহাদুর শাহ পার্কে গিয়ে।বিজ্ঞপ্তিতে বলা হয়, শোভাযাত্রা চলাকালে যানজট এড়াতে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিকল্প রাস্তা ব্যবহার করতে অনুরোধ করা যাচ্ছে।এতে বলা হয়, শোভাযাত্রা ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে পলাশী বাজার মোড়-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট বটতলা-সরকারি কর্মচারী হাসপাতাল-ফিনিক্স রোড (পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে) গোলাপ শাহ মাজার-বঙ্গবন্ধু স্কয়ার-গুলিস্তান (সার্জেন্ট আহাদ বক্সের সামনে)-নবাবপুর রোড-রায় সাহেব বাজার মোড় হয়ে-বাহাদুরশাহ পার্ক পর্যন্ত যাবে।বিজ্ঞপ্তিতে এসব সড়ক বাদে বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আরও পড়ুন প্রগতিশীল ছাত্র জোটকে ধন্যবাদ জানালো পুলিশ আশুলিয়ায় কবরস্থানে ছড়িয়ে ছিটিয়ে কাফনের কাপড়-মরদেহের চুল