জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯ | আপডেট: ১০:০৮:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯ সংগৃহীতজাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।স্থানীয় সময় বিকাল পৌণে পাঁচটায় নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি। সেখানে রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন শেখ হাসিনাকে অর্ভ্যথনা জানান।২৪ তারিখ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন শেখ হাসিনা। পরেরদিন, সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে বেশ কয়েকটি ইভেন্টে অংশ নেবেন তিনি। স্থানীয় সময় ২৯ তারিখ বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী। আরও পড়ুন দারিদ্র্যের হার বেড়ে ৪২ শতাংশ হওয়ার তথ্য সঠিক নয়: পরিকল্পনামন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চেয়েও চসিক নির্বাচনের পরিবেশ ভালো: সিইসি