জাতীয় নির্বাচনে অনিয়ম হলে ছাড় দেয়া হবে না: বি. চৌধুরী টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৮ | আপডেট: ৪:৫৯:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৮ আওয়ামী লীগ সরকারে সময় যে ক’টি স্থানীয় নির্বাচন হয়েছে তার একটাও সুষ্ঠু হয়নি। জাতীয় সংসদ নির্বাচনেও যদি তারা এমন করার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না; বলেছেন যুক্তফ্রন্টের সভাপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী।দুপুরে মতিঝিলে নির্মান শ্রমিক পরিষদ কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, জনগণ সাথে থাকলে কারও স্বেচ্ছাচারি হওয়ার সুযোগ নেই।অনুষ্ঠানে মাহমুদুর রহমান মান্না বলেন, স্বাধীনতা বিরোধী দল জামায়াতের সাথে কোন ঐক্য হবে না। বৃহত্তম দল বিএনপির সাথে ঐক্য হয়েছে, এ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি। বলেন, জাতীয় ঐক্য সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় করা হয়েছে, মন্ত্রীত্বের জন্য নয়। ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন যেন না হয়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আরও পড়ুন ইতিহাস বিকৃতকারী মহল কূটকৌশল করে ৭ই মার্চ পালন করছে: কাদের বিএনপির নেতাদের পানি সম্পদ উপমন্ত্রীর হুঁশিয়ারি