জয়-লেখকের নেতৃত্বে রাজশাহীর পথে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১ | আপডেট: ৬:৩৯:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১ ৭ বছর পরে রাজশাহী মহানগর ছাত্রলীগে স্থবিরতা কাটছে। আগামীকাল বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাজশাহী মহানগর শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে সভাপতি নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছেন।মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে নেতৃবৃন্দ ট্রেনযোগে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন।এ সফরে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১৬ জন সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ৪ জন, দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনিসহ ৮ জন সম্পাদক, উপ-সম্পাদক ১২ জন, সহ-সম্পাদক ৭ জন রয়েছেন।এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ সম্মেলন আয়োজনের নির্দেশ দেন।সম্মেলন অনুষ্ঠিত হবে পদ্মার পাড় ঘেঁষা রাজশাহী কলেজে।রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ সম্মেলনের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী এরইমধ্যে প্রস্তুতি নিয়েছি। আরও পড়ুন দুই দানবের হাতে পড়েছে বাংলাদেশ: মির্জা ফখরুল ফিনিক্স পাখির মতোই জেগে উঠেছে বিএনপি: ফখরুল