ঝুঁকি নিয়ে নাড়ির টানে বাড়ি ফেরা (দেখুন ছবিতে) টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৮ | আপডেট: ১:২৩:অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৮ টিবিটি নির্বাচিত: ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করার জন্য নাড়ির টানে বাড়ি ফিরছেন রাজধানীবাসী।সোমবার রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়।সকাল থেকে উত্তরবঙ্গের যাত্রীদের নীলসাগর এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।তবে অন্যান্য দিনের মতো আজকেও দেরিতে ট্রেন ছাড়ায় ভোগান্তিতে পড়েন ঘরমুখী মানুষ।সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিমানবন্দর রেল স্টেশনে টিকিট চেকে কড়াকড়ি থাকলেও তা মানছেন না যাত্রীরা। স্টেশন কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে অনেক যাত্রীকে ট্রেনের ছাদে উঠতে দেখা গেছে। এছাড়া প্রতি বছরের মতো এ বছরও ঝুঁকি নিয়ে নাড়ির টানে বাড়ি ফিরছেন রাজধানীবাসী।তবে যাত্রীরা জানিয়েছেন, তাদের কাছে টিকিট নেই। বহু চেষ্টা করেও টিকিট পাননি। তাই জীবনের ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছেন তারা।এদিকে আজও ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন ঘরমুখী হাজার হাজার মানুষ। স্টেশনে গরমে ও তৃষ্ণায় কাহিল হয়ে পড়েন অনেকেই।ছবিতে দেখুন ঝুঁকি নিয়ে নাড়ির টানে বাড়ি ফেরা ।ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠছেন এক যাত্রী।তিল ধারণের ঠাঁই নেই ট্রেনের ছাদে।ট্রেনের অপেক্ষায় যাত্রীরা।এক শিশুকে ট্রেনের ছাদে টেনে তোলা হচ্ছে। আরও পড়ুন লেখক মুশতাকের মৃত্যু ও ডিজিটাল নিরাপত্তা আইনের বাস্তবতা : শাহাজাদা এমরান একুশে ফেব্রুয়ারির পটভূমি এবং বঙ্গবন্ধু