‘টাইগার থ্রি’ নিয়ে বড় পর্দায় আসছেন সালমান-ক্যাটরিনা টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১ | আপডেট: ৩:১৭:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১ বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফের সঙ্গে সুপারস্টার সালমান খানের প্রেম, বিচ্ছেদ, বিরহের কথা সবারই জানান। এ দুজনার মধ্যে ফের বন্ধুত্ব হয়েছে।আবারও বড় পর্দায় জুটি বাঁধছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। টাইগার সিরিজের তৃতীয় ছবিতে এই জুটিকে একসঙ্গে দেখা যাবে। এর আগে এই সিরিজের দুটি সিনোমাতেই এই জুটি অভিনয় করেছিলেন। আগামী ৮ মার্চ থেকে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।বলিউডের একটি সূত্র জানিয়েছে, শুটিং শুরুর আগে যশরাজের অফিসে বিশেষ পূজার অনুষ্ঠানে দেখা গেছে ক্যাটরিনা ও সালমনকে ৷ ছিলেন ইমরান হাশমিও ৷ যশরাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘টাইগার থ্রি’ বলিউডের সবচেয়ে বড় চমক নিয়ে আসতে চলেছে ৷ এরকম স্পাই থ্রিলার ভারতীয় সিনেমায় আগে তৈরি হয়নি বলে জানিয়েছেন ছবির পরিচালক মণীশ শর্মা৷সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘টাইগার থ্রি’ ছবির পুরো শুটিং হবে বিদেশে৷ গান থেকে অ্যাকশন সব ব্যাপারেই আলাদা নজর দিচ্ছে এই ছবির টিম ৷ তবে ছবির কাহিনি নিয়ে আপাতত মুখ খুলছেন না কেউই। আরও পড়ুন করোনা টিকা নেয়ার দুদিন পর মারা গেলেন তামিল অভিনেতা বিবেক হানি সিং-কে কটাক্ষ শানের, বললেন ‘গানের গুণগত মান নেই’