টি-শার্টই বলে দেবে কখন হবে স্ট্রোক! টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৮ | আপডেট: ৯:১৬:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৮ আপনার কখন স্ট্রোক হবে? এ প্রশ্নের উত্তর অনেকেই দিতে পারবেন না। কিন্তু একটি টি-শার্ট অনায়াসে তা সনাক্ত করে দিতে পারবে। হ্যা, ঠিকই পড়ছেন। সম্প্রতি এমন এক টি-শার্টের সন্ধান পাওয়া গেছে।ফ্রান্সের ড্রাগ কোম্পানী সেবি টি-শার্টটি প্রস্তুত করে। ইতোমধ্যে টি-শার্টটি যুক্তরাজ্যে বিক্রির জন্য অনুমোদন দেয়া হয়েছে। তবে এখনো মূল্য ঠিক করা হয়নি।শার্টটিতে একটি ক্ষুদ্র চিপ রয়েছে। যা ব্যক্তির স্মার্টফোনের সাথে সংযুক্ত করা যায়। এর মাধ্যমে হার্টের অবস্থা মূল্যায়ন করা যায়। এ টি-শার্টটি সর্বোচ্চ ৩৫ বার ধোয়া যাবে বলে জানিয়েছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেবি। আরও পড়ুন স্বাস্থ্য সুরক্ষায় ম্যাজিকের মতো কাজ করতে পারে পেঁপের বীজ, জেনে নিন উপকারিতা জোড়া মাস্কে দ্বিগুণ সুরক্ষা : গবেষণা