ডলারের বিপরীতে বেড়েই চলেছে তুর্কি মূদ্রা ‘লিরা’ টিবিটি টিবিটি আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১ | আপডেট: ৮:৫৯:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১ তুরস্কের অর্থনীতিতে নতুন যুগের সূচনার অঙ্গীকারে মূল্য বেড়েছে তুর্কি লিরার। মার্কিন ডলারের বিপরীতে বেড়েই চলছে তুর্কি লিরার মূল্য। সোমবার বিগত ছয় মাসে সর্বোচ্চ মূল্যে ডলার ও লিরার লেনদেন হয়েছে।গত ৫ আগস্ট, ২০২০ তারিখের পর মার্কিন ডলার ও তুর্কি লিরার বিনিময় হার সর্বনিম্ন ছয় দশমিক নয় নয় সাত নয় পর্যন্ত পৌঁছেছে। গত বছর প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের অর্থনৈতিক ও আইনি সংস্কারের দুঃসাহসী কর্মপরিকল্পনার ঘোষণা, তুরস্কের নতুন অর্থনৈতিক ব্যবস্থাপনা দলের বাজার-বান্ধব পদক্ষেপ এবং কেন্দ্রীয় ব্যাংকের মূল্য স্থিতিশীল রাখার অগ্রাধিকারের কঠোর অর্থনৈতিক নীতির অবস্থানের পরিপ্রেক্ষিতে এই অবস্থানে পৌঁছেছে তুর্কি লিরার মান।তুরস্কের ব্যাংকিং ব্যবস্থা নজরদারি করা সংস্থার স্বাভাবিকীকরণ পদক্ষেপ, মৌলিক নীতিমালায় কেন্দ্রীয় ব্যাংকের ফিরে আসা এবং বিশ্বাসযোগ্যতা ও যোগাযোগ মাধ্যমের যথাযথ ব্যবহারের মাধ্যমে অন্য মূদ্রাগুলোর বিপরীতে তুর্কি লিরার অবস্থান করার বিষয়টি তরান্বিত হয়েছে।গত নভেম্বরে ডলারের বিপরীতে লিরা সর্বোচ্চ আট দশমিক পাঁচ আট তিন দুই হারে বিনিময় করা হয়।সূত্র : ডেইলি সাবাহ। আরও পড়ুন স্বর্ণের বাজারে বড় পতন বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান