ডলারের বিপরীতে সর্বনিম্ন দামে রুপি টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০১৮ | আপডেট: ১০:৩৩:পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০১৮ সংগৃহীত ছবিমার্কিন ডলারের বিপরীতে আবারো ভারতীয় রুপির রেকর্ড পরিমাণ দরপতন হয়েছে। বলা হচ্ছে এ যাবতকালের সর্বনিম্ন দর এটি। বুধবার (২৯ আগস্ট) ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, প্রতি ডলারের বিপরীতে রুপির মূল্য ৪২ পয়সা কমে ৭০ দশমিক ৫২ রুপিতে নেমে এসেছে।এদিন ডলার প্রতি ৭০.৩২ রুপিতে ভারতের আন্তঃব্যাংক মুদ্রাবাজারে লেনদেন শুরু হয়, যা আগে ছিল ৭০.১০ রুপি। দুপুরের আগে তা ৭০.৫২ রুপিতে নেমে নতুন রেকর্ড সৃষ্টি করে। গত মাসেই (২৮ জুন) প্রতি ডলারে ৬৮ দশমিক ৯৫ রুপিতে নেমে আসে ভারতীয় মুদ্রার বিনিময়মূল্য। আরও পড়ুন বিকাশ-নগদকে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা পথচলায় পঞ্চম বর্ষে পেপারফ্লাই