‘থিম সং’ গাইলেন টুম্পা খান টিবিটি টিবিটি বিনোদন ডেস্ক প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০১৮ | আপডেট: ১২:০৬:পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০১৮ হালের জনপ্রিয় গায়িকা টুম্পা খান। কাভার সং গেয়ে তার জনপ্রিয়তার শুরু। তবে ইতিমধ্যে মেইনস্ট্রিমে নিজের গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে সক্ষম হয়েছেন তিনি। সম্প্রতি ‘চুপ’ শিরোনামে সামাজিক ব্যাধি ইভটিজিং-বিরোধী একটি শর্টফিল্মেরর থিম সং গাইছেন এই গায়িকা। এই প্রসঙ্গে টুম্পা খান জানান, এমন একটি সামাজিক সচেতনতামূলক কাজে সম্পৃক্ত হতে পেরে যথেষ্ট আনন্দিত তিনি। জানালেন, কাজটি করতেও ভালো লেগেছে তার। আইফ্লিক্সবিডির (মালয়েশিয়াভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম) ইউটিউব চ্যানেল থেকে খুব শিগগিরই অবমুক্ত হতে যাচ্ছে শর্টফিল্মটি।এ ছাড়া নতুন আর কী করছেন, জানতে চাইলে তিনি বলেন, নিয়মিত স্টেজ শো, স্ট্রিট শো এবং ঘরোয়া অনুষ্ঠানে অংশ নিচ্ছি। আর নিজের চ্যানেলের জন্য বেশ ক’টি কাভার সং এর কাজও প্রায় শেষ পর্যায়ে। আরও পড়ুন রাকিবকে আমার বাটপার মনে হচ্ছে: নাসিরের মডেল বান্ধবী টিকা নিয়ে ধন্যবাদ জানালেন তাহসান