দীপিকা-রনবীরের বিয়েতে অতিথিদের মোবাইল ফোন নিষিদ্ধ! টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৮ | আপডেট: ১:৩৬:অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৮ দীর্ঘ চার বছরের প্রেমের ইতি টেনে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের আলোচিত জুটি রণবীর সিং ও দীপিকা পাডুকোন। বিয়ের গোপনীয়তা রক্ষায় আমন্ত্রিত অতিথিদের বিয়ের অনুষ্ঠানে মোবাইল ফোন না আনার অনুরোধ জানিয়েছেন এই তারকা জুটি।বিয়ে সামাজিক রীতি হলেও এই শুভ কাজটি একেবারেই লোকচক্ষুর আড়াল করতে চাইছেন ‘রামলীলা’ জুটি। যে কারণে পারিবারিক সদস্য ও কাছের বন্ধু ছাড়া বিয়েতে তেমন কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি ।এমন আজব সিদ্ধান্তের কারণ হিসেবে জানিয়েছেন, তারা চান না তাদের বিয়ের ছবিতে সোশ্যাল মিডিয়ার হোমপেজ ভেসে যাক। প্রকাশ হোক বিয়ের কোনো ভিডিও।চলতি বছরেই ইতালির ভেনিসে বিয়ে অনুষ্ঠিত হবে এই তারকার। ইতোমধ্যে জানা গিয়েছে বিয়ের তারিখ, ২০ নভেম্বর। আরও পড়ুন ‘সালার’র মুক্তির তারিখ জানালেন প্রভাস পাকিস্তানে হুবহু ঐশ্বরিয়ার মতো দেখতে নারীর সন্ধান! (ভিডিও)