দুর্দান্ত নেইমারে অপ্রতিরোধ্য পিএসজি টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৮ | আপডেট: ৩:৩১:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৮ লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি এবারও দুর্দান্ত গতিতে ছুটছে। নেইমার জাদুতে এই মৌসুমে আট ম্যাচে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে দলটি। সর্বশেষ নিসের বিপক্ষে দলকে ৩-০ গোলে জেতাতে একাই জোড়া গোল করেছেন ব্রাজিল অধিনায়ক।এবারের আসরে ব্রাজিল অধিনায়কের এটি সপ্তম গোল। ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সাঁত এতিয়েন।এদিন ৫৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নিসের উইলান সিপিয়া। তার আগেই দুই গোল হজম করে দলটি। ২২তম মিনিটে নেইমার গোল করার পর ৪৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এনকুনকু।নেইমারের প্রথম গোলটি ছিল দেখার মতো। ডি বক্সের বাইরে থেকে বাঁকানো শট ডান দিকের পোস্ট ঘেঁষে বল জালে পাঠান। যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার। এমবাপের পাস থেকে বল জালে পাঠান তিনি। আরও পড়ুন রাতে জার্মানিতে বায়ার্ন ও ইতালিতে নামছে জুভেন্টাস পানিতে ডুবে ব্রাজিলের গোলকিপার অ্যালিসনের বাবার মৃত্যু