‘ধুম ৪’ ভিলেন হিসেবে আসছেন শাহরুখ টিবিটি টিবিটি বিনোদন ডেস্ক প্রকাশিত: ৫:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৮ | আপডেট: ৫:৪২:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৮ টিবিটি বিনোদনঃবলিউড অভিনেতা শাহরুখ খান পর্দায় এবার হাজির হচ্ছেন ভিলেন হিসেবে। তেমনি শোনা যাচ্ছে বলিউড পাড়ায়। ‘ধুম ৪’ সিনেমায় অভিষেক বচ্চনের বিপরীতে ভিলেন হিসেবে দেখা যাবে তাকে।ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সিনেমাটির প্রধান চরিত্রে থাকবেন অভিষেক বচ্চন। অভিষেকের বিপরীতে ভিলেন হিসেবে আসছেন বাদশা খান। যদিও অভিষেক বচ্চন এ বিষয়ে এখনও মুখ খুলতে চাননি।অন্যদিকে পরিচালক, প্রযোজক আদিত্য চোপড়া এখনও এ বিষয়ে তাকে কিছু জানাননি। তাই কোনও ধরনের গুঞ্জন তিনি কান দিতে রাজি নন বলেও স্পষ্ট জানিয়েছেন জুনিয়র বচ্চন।বর্তমানে অনুরাগ কাশ্যপের মনমর্জিয়া সিনেমা নিয়ে বর্তমানে ব্যস্ত অভিষেক বচ্চন। সিনেমাটিতে বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন বিকি কৌশল ও তপসি পান্নু।মনমর্জিয়া দিয়ে বলিউডে এবার অভিষেক বচ্চন দ্বিতীয় ইনিংস শুরু করছেন বলেও শোনা যাচ্ছে। যদিও অমিতাভ বচ্চন এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে অভিষেকের মনমর্জিয়া নিয়ে বেশ আশাবাদী তিনি। তবে এখন দেখার অপেক্ষা। আরও পড়ুন ‘সালার’র মুক্তির তারিখ জানালেন প্রভাস পাকিস্তানে হুবহু ঐশ্বরিয়ার মতো দেখতে নারীর সন্ধান! (ভিডিও)