নগ্ন হয়ে সেরেনা গাইলেন ‘আই টাচ মাইসেল্ফ’ টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৮ | আপডেট: ৭:৩৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৮ নগ্ন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। দুহাত দিয়ে স্পর্শ করে রয়েছেন নিজের দুই স্তন। আর গাইছেন ‘আই টাচ মাইসেল্ফ’ গানটি। উদ্দেশ্য একটাই, স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়ানো।প্রত্যেকবারই স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা প্রসারে অক্টোবর মাসটিকেই বেছে নেওয়া হয়। এই মাসটিতে স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা প্রসারে বিভিন্ন পদক্ষেপ করতে দেখা যায়।তবে এবার অবশ্য অক্টোবর মাসের আগেই স্তন ক্যান্সার নিয়ে সচেতন করে তুলতে বিশেষ উদ্যোগ নিলেন টেনিস তারকা সেরেনা।এদিকে স্তন ক্যান্সার প্রথম পর্যায়ে ধরা পড়লে তা চিকিৎসায় সারিয়ে তোলা সম্ভব বলেও দাবি করেন চিকিৎসকরা। তাই এ বিষয়ে প্রথম থেকে সচেতন হলে বিষয়টি মরণরোগে পরিণত হওয়ার আগেই আটকে দেওয়া যায়।তাই এবিষয়ে প্রত্যেক মহিলারই সচেতন থাকা উচিত ও নিয়মিত স্তন পরীক্ষা করা উচিত। সে বিষয়ে সচেতনতা প্রসারে নগ্ন হয়ে নিজের স্তন স্পর্শ করে ‘আই টাচ মাইসেল্ফ’ গানটি গাইতে দেখা গেছে সেরেনা উইলিয়মসকে।আর ভিডিওটি নিজের সোশ্যাল সাইটে শেয়ার করেছেন সেরেনা। তিনি লিখেছেন, ‘এই গানটির ভিডিওটা শ্যুট করতে আমার অস্বস্তি হয়েছে, তবে সারা বিশ্বের মহিলাদের স্বার্থে আমি এটা করেছি। স্তন ক্যান্সার নিয়ে সকলকে সচেতন করাই আমার উদ্দেশ্য।’ আরও পড়ুন অলিম্পিক ছাড়তেও রাজি; তবু করোনার ভ্যাকসিন নেবেন না ব্লেক! মেলবোর্ন পার্কের নতুন রানি নাওমি ওসাকা