নতুন চমক দেখালেন ইমরান খান টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৮ | আপডেট: ১২:০১:অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৮ সংগৃহীত ছবিক্ষমতায় বসতে না বসতেই চমক দেখালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।এক ধাক্কায় ডিজেলের দাম লিটারপ্রতি ১৭ টাকা কমিয়েছে তার সরকার।পাকিস্তানের ফেডারেল পেট্রলিয়ামমন্ত্রী গুলাম সারওয়ার খান এ ঘোষণা দিয়েছে জানিয়েছেন, ভবিষ্যতে ডিজেলের দাম আরও ১৭ টাকা কমানো হবে।বর্তমানে পাকিস্তানে পেট্রলের ৯৫ টাকা লিটার, যা ডিজেলের চেয়ে ১৮ টাকা বেশি।শিগগিরই ডিজেলের দাম আরও কমিয়ে পেট্রলের দামের সমান করা হবে।পাকিস্তানে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১৩০ টাকা। ১৭ টাকা কমানোয় তা দাঁড়িয়েছে ১১৩ টাকায়। দ্রুত আরও ১৮ টাকা কমিয়ে ডিজেলের দাম আনা হবে ৯৫ টাকায়। আরও পড়ুন জনসম্মুখে আসছেন ট্রাম্প, দেবেন ভাষণও রহস্যময় বিস্ফোরণের পর দুবাইয়ের বন্দরে সেই ইসরায়েলি জাহাজ