নদীতে ধরা পড়লো ৭ কেজি ওজনের চিতল মাছ টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৯ | আপডেট: ১০:৫৩:অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৯ ছবিঃ সংগৃহিতরতন শেখ নামে এক ব্যক্তি ঝিনাইদহের শৈলকুপায় গড়াই নদী থেকে সাত কেজি ওজনের চিতল মাছ ধরেছেন। শুক্রবার সকালে উপজেলার কৃষ্ণনগর গড়াই নদী থেকে জাল দিয়ে এ চিতল মাছটি ধরা হয়। রতন শেখ উপজেলার বড় মৌকুড়ী গ্রামের মৃত একদিল শেখের ছেলে।এদিকে চিতল মাছটি একনজর দেখতে উৎসুক জনতা সকাল থেকেই ভিড় করতে থাকে। মাছটি সাত হাজার টাকায় কিনেছেন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্যা।রতন শেখ বলেন, শখের বসে প্রতি বছর গড়াই নদীতে মাছ ধরতে যাই। শুক্রবার সকালে নদীতে জাল ফেললে বড় ধরনের কিছু একটা কিছু বেঁধেছে অনুভব করি। তবে এতো বড় একটা চিতল মাছ পাবো কল্পনাও করতে পারিনি। আল্লাহর অশেষ শুকরিয়া আমার জালে বিশাল আকৃতির মাছ ধরা পড়েছে। এতে আমি খুবই আনন্দিত। আরও পড়ুন সেই অসহায় মা-ছেলের পাশে দাঁড়ালো ইউএনও : ওয়াইডিএফ দেবহাটা কুলিয়া ভারতীয় গলদা রেনু বিক্রির নিরাপদ রুট, পুলিশের হাতে ৪৪ টি পলিথিনের বড় বলসহ ৪ জন আটক