নারী ফুটবল দলের পরবর্তী পাঁচ টুর্নামেন্ট টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ২:৪৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০১৮ | আপডেট: ২:৪৮:পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০১৮ সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হেরে সম্প্রতি দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। টানা জয়ের ধারায় উড়তে থাকা মেয়েরা ভারতের বিপক্ষে একটু হোঁচট খেলেও তারা থেমে নেই। সামনে এএফসি ও সাফের মতো গুরুত্বপূর্ণ এই ইভেন্টগুলোতে অংশগ্রহণের জন্য নিজেদের গড়ে তুলছে কৃষ্ণা-সাবিনা-মারিয়ারা।সামনে আগামী পাঁচটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল।সেপ্টেম্বরেই ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলের বাছাই পর্ব। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো বাংলাদেশ, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও লেবানন।এর পরেই ভুটানে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল। এই টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে নেপাল ও পাকিস্তান। অক্টোবরে তাজিকিস্তানে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল। সেখানে বাংলাদেশের গ্রুপে আছে দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে ও স্বাগতিক তাজিকিস্তান।নভেম্বরে অলিম্পিক গেমস ফুটবলের বাছাই পর্ব। তবে সেই বাছাই পর্বের ভেন্যু এখনো নির্বাচিত হয়নি। তবে এই টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে খেলবে মিয়ানমার, নেপাল ও ভারত। এরপর বছরের শেষের দিকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হবে সিনিয়র নারী সাফ। আরও পড়ুন প্রতিশোধের লক্ষ্যে রাতে স্ট্যামফোর্ড ব্রিজে এভারটনকে আতিথ্য দেবে ‘নতুন চেলসি’ ‘ফেক আইডি’র সেই মেয়েটিকেই জীবনসঙ্গী করলেন ফুটবলার সোহেল রানা