নিউজিল্যান্ডের সেই দু’টি মসজিদে আবারও হামলার হুমকি টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২১ | আপডেট: ৬:৩৪:অপরাহ্ণ, মার্চ ৪, ২০২১ আবারও হামলার হুমকি দেয়া হয়েছে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ এবং লিনউড ইসলামিক সেন্টার নামে দু’টি মসজিদে। অনলাইনে এমন হুমকি আসার পর দুইজনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।এর আগে ২০১৯ সালে এ দু’টি মসজিদে ভয়াবহ হামলা চালিয়ে অর্ধশতাধিক মানুষকে হত্যা করা হয়েছিল। আগামী ১৫ মার্চ ওই হামলার বর্ষপূতি হবে নিউজিল্যান্ডে। তার আগে আশপাশের অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।ব্রেন্টন ট্যারেন্ট নামে এক অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ যুবক দুই বছর আগে মসজিদ দু’টিতে হামলা চালায়। সন্ত্রাসী ট্যারেন্টের হামলায় ৫১ জন মুসল্লি মারা যায়। গত আগস্টে তাকে প্যারোলহীন যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এই ধরনের সাজা নিউজিল্যান্ডে আগে কাউকে দেয়া হয়নি।কে বা কারা হুমকি দিয়েছে, কী ধরনের হুমকি এসেছে তার বিস্তারিত জানায়নি দেশটির পুলিশ। ক্যানটারবেরি জেলা কমান্ডার জন প্রাইস এক বিবৃতিতে বলেছেন, আমরা সতর্ক অবস্থায় রয়েছি। যে কোনো বার্তা, যা আমাদের কমিউনিটির জন্য হুমকির কারণ হবে, কোনোভাবেই তা সহ্য করা হবে না। আরও পড়ুন “স্থগিত নির্বাচনী এলাকায় বর্তমান চেয়ারম্যান-মেম্বাররাই দায়িত্ব পালন করবেন” ফিনিক্স পাখির মতোই জেগে উঠেছে বিএনপি: ফখরুল