নিজ গ্রামে সংবর্ধনায় সিক্ত হলেন এএসপি বেলায়েত টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০১৮ | আপডেট: ৯:০১:পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০১৮ ৩৬ তম বিসিএস পরিক্ষায় এএসপি পদে নিয়োগ পাওয়ায় দাউদকান্দির কলিযোগে নিজ গ্রামে সংবর্ধনায় সিক্ত হলেন মোহাম্মদ বেলায়েত হোসেন সজল। প্রতিবছরের ন্যায় বৃস্পতিবার (২৩ আগস্ট) দুপুরে গ্রামে বিনোদন ও শিক্ষামূলক ব্যাতিক্রমী ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের সাথে এ সংবর্ধনার আয়োজন করা হয়।জানা যায়, বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ খালেক ভূইয়ার সভাপতিত্বে ও চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের রসায়ন বিভাগের প্রধান আবদুস সাত্তার এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ পুলিশের এএসআই ও গ্রামের কৃতি সন্তান মোঃ নুরুদ্দিন। আরও পড়ুন একই দোকানে দ্বিতীয়বার স্বর্ণালঙ্কার চুরি করতে এসে ধরা নারী মেম্বার দোকানে চুরি করতে গিয়ে স্বর্ণসহ আটক নারী ইউপি মেম্বার