নিরাপদ সড়ক আন্দোলন: জামিন পেলেন ৩৮ ছাত্র টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০১৮ | আপডেট: ১১:১৬:পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০১৮ টিবিটি আইন-আদালত: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় কারাগারে থাকা মোট ৩৮ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে বাড্ডা ও ভাটারা থানার পৃথক দুটি মামলার শুনানিতে প্রথমে ১৬ জনের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। আসামিদের মধ্যে বেসরকারি ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, সাউথইস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র রয়েছেন।পরে নিউমার্কেট থানার পৃথক তিনটি মামলায় আটক হওয়া মোট নয়জনের সবার জামিন মঞ্জুর করেন আদালত। রাজধানীর বাড্ডা ও ভাটারা থানার মামলায় যথাক্রমে ১৪ জন ও ৮ জনসহ মোট ২২জনকে গ্রেপ্তার করে পুলিশ। এজাহারে তাদের কারো বিরুদ্ধে পুলিশের ওপর হামলা; আবার কারো বিরুদ্ধে রাস্তায় গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগ করা হয়। আরও পড়ুন প্রথমবারের মতো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন চার নারী বিচারক টিকা গ্রহণ করা মানেই করোনামুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী