নীলফামারীতে ভাইয়ের হাতে ভাই খুন টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৮ | আপডেট: ৩:১৮:অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৮ নীলফামারীমোঃ সাদিকউর রহমান শাহ্ স্কলার: নীলফামারীর ডিমলায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। এ ব্যাপারে ছোট ভাই শাহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের মধ্যম সুন্দরখাতা গ্রামে খড়ের পালা ও জমির সীমানায় বেড়া দেয়া নিয়ে ওই এলাকার মৃত তমিজ উদ্দিনের বড় ছেলে শামিম ও ছোট ছেলে শাহিনের দ্বন্দ্ব বাঁধে। এক পর্যায় ছোট ভাই শাহিন বড় ভাই শামিমকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে শামিমের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় বড় ভাইকে খুনের অপরাধে ছোট ভাই শাহিনকে গ্রেপ্তার করা হয়।ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শামিমের লাশ ময়নাতদন্তের জন্য জেলার মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আরও পড়ুন গোসলের ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ভাবিকে ধর্ষণ-চাঁদা দাবি, দেবর গ্রেফতার “শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশ উন্নত দেশ হতো না”