নেত্রকোনায় মাথাবিহীন অদ্ভুত শিশুর জন্ম টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৮ | আপডেট: ৭:৩৯:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৮ নেত্রকোনার মদনের পল্লীতে মাথাবিহীন অদ্ভুত এক শিশুর জন্ম হয়েছে। শিশুটিকে একনজর দেখার জন্য এলাকার উৎসুখ জনতা ভিড় করছে।সোমবার সকালে উপজেলার দক্ষিণপাড়া গ্রামে নাজমুল হক সোহেলের শ্বশুরবাড়িতে স্ত্রী মিশু আক্তার অদ্ভুত শিশুর জন্ম দেন।সরেজমিনে তাদের বাড়িতে গেলে মাথাবিহীন এ শিশুটির হাত পা নাড়াতে দেখা যায়। এ শিশুটিকে খাবার ও হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিলে অভিভাবক আমাদের ওপর রেগে উঠেন।এ সময় শিশুটির বাবা নাজমুল হক সোহেল বলেন, শিশুটির মাথা নেই তাকে খাওয়ালে বা হাসপাতালে নিলে কী হবে? জানি না আল্লার কাছে কি পাপ করেছি এমন সন্তান কেন আমায় দিল। আরও পড়ুন ধর্মপাশায় হ্যান্ডট্রলির নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু পটিয়ায় বৌদ্ধ ধর্ম গুরুর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী