নেত্রকোনা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৮ | আপডেট: ১২:০৯:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৮ ফাইল ছবিটিবিটি দেশজুড়েঃ শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে নেত্রকোনার ঠাকুরাকোণা এলাকায় একটি লোকাল ট্রেনের (২৬১৮) ইঞ্জিন অচল হয়ে পড়ে। পরে বন্ধ হয়ে যায় নেত্রকোনা-মোহনগঞ্জ ও ময়মনসিংহের রেল যোগাযোগ।রাত পৌনে ১১টায় নেত্রকোনা স্টেশন মাস্টার রফি উদ্দিন জানান, বিকল্প একটি ট্রেনের ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। রাতেই যোগাযোগ স্বাভাবিক হবে। আরও পড়ুন গোলাপঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা তাহের আলীর দাফন সম্পন্ন নেশার ঘোরে মসজিদে ঢুকে ভাঙচুর, যুবক আটক