নোয়াখালীর কবিরহাটে চার ব্যবসায়ীকে জরিমানা মানিক ভূঁইয়া মানিক ভূঁইয়া নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: 5:52 PM, November 21, 2019 | আপডেট: 5:52:PM, November 21, 2019 ছবি: টিবিটিনোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে আদালত।বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলের দিকে সহকারী কমিশনার (ভূমি) কবিরহাট, নোয়াখালীর এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।অভিযান চলাকালীন চাপরাশিরহাট কলেজ গেইটে স্টার লাইন সুইটকে অস্বাস্থ্যকর পরিবেশে ও বিভিন্ন খাদ্য দ্রব্যে উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ধারা ১১ মোতাবেক তিন হাজার টাকা ও চাপরাশিরহাট কাঁচা বাজারে সাহাব উদ্দিন ষ্টোর (মুদি দোকান) কে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য বাজারজাত ও পণ্যে পাঠজাত মোড়কের ব্যাবহার বাধ্যতামূলক আইন ২০১০ মোতাবেক দুই হাজার, ভাই ভাই ট্রেডার্সকে পাঁচ হাজার, শরিয়ত ষ্টোরকে তিন হাজার সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং সবাইকে প্রথম বারের মত সতর্ক করা হয় যাতে করে ভবিষ্যতে এসকল অপরাধ না করা হয়। আরও পড়ুন রাখাইনে ফের ধোঁয়ার কুণ্ডলি-গুলির শব্দ, আতঙ্কে বাংলাদেশে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা দ্বিতীয় স্ত্রীর কাছে যৌতুক চেয়ে পুলিশ স্বামী কারাগারে