পিএসজির ঘুরে দাঁড়ানো জয় টিবিটি টিবিটি স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৮ | আপডেট: ১১:৫২:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৮ টিবিটি খেলাধুলাঃ লিভারপুলের কাছে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে হারের হতাশা থেকে বেরিয়ে এলো প্যারিস সেন্ত জার্মেই। স্তাদে রেনের মাঠে ঘুরে দাঁড়ানো জয় পেয়েছে তারা।লিগ ওয়ানে টানা ষষ্ঠ ম্যাচ জিতেছে পিএসজি। রবিবার পিছিয়ে পড়েও ৩-১ গোলে ৩ পয়েন্ট পেয়েছে তারা। এতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থোমাস টাখেলের শিষ্যরা। দুই নম্বরে থাকা লিঁল (১৩) তাদের চেয়ে ৫ পয়েন্ট পেছনে।দুইবার সুযোগ নষ্ট করা রেনে ১১তম মিনিটে এগিয়ে যায় পিএসজির আত্মঘাতী গোলে। এমবাপে নিয়াংয়ের শট নিজেদের জালে জড়িয়ে দেন আদ্রিয়েন রাবিওট।প্রথমার্ধ শেষ হওয়ার আগেই গোল শোধ দেয় পিএসজি। হুলিয়ান ড্রাক্সলারের বাড়িয়ে দেওয়া পাস ছেড়ে দেন এদিনসন কাভানি, বল পায়ে নিয়েই জালে জড়ান আনহেল দি মারিয়া।শেষ ৪৫ মিনিটে অগোছালো হয়ে পড়ে রেনের রক্ষণভাগ। কাভানির শট লাগে গোলপোস্টে। ডিফেন্ডাররা কোনোভাবে দুইবার বল বিপদমুক্ত করেন গোলমুখের সামনে থেকে। শেষ পর্যন্ত ৬১ মিনিটে থোমাস মুনিয়েরের হেড ২-১ গোলে এগিয়ে দেয় গতবারের চ্যাম্পিয়নদের। গোল শোধে রেনে আগ্রাসী হয়ে ওঠে। রক্ষণে মনোযোগ কম দিয়ে তারা আক্রমণে যায়। তার মাশুল দিয়েছে তারা ৮৩ মিনিটে। চোপো মোতিং করেন পিএসজির তৃতীয় গোল। গোল ডটকম আরও পড়ুন লেভানদোভস্কির হ্যাটট্রিক, বায়ার্নের রোমাঞ্চকর জয় মেসি নৈপুণ্যে বার্সার দুরন্ত জয়