পুলিশের ধাওয়া খেয়ে বাসের নিচে সিএনজি, নিহত ৬ টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৮ | আপডেট: ৫:১৭:অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৮ ফেনীতে শ্যামলী পরিবহনের একটি বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুই নারী ও চার পুরুষ রয়েছেন।শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রথমে তিনজনের খবর নিশ্চিত হওয়া গেলেও পরে তা বেড়ে ৬ জনে দাঁড়ায়। তবে তাদের নামপরিচয় জানা যায়নি।স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের একটি সিএনজিচালিত অটোরিকশাকে মহাসড়কের ভাঙ্গাতাকিয়া এলাকায় পুলিশ ধাওয়া করলে গ্রামীণ সড়কে প্রবেশ করতে অটোরিকশাটি মোড় নিলে উল্টোদিক থেকে আসা শ্যামলী পরিবহনের বাস এটিকে চাপা দেয়। এতে ৬ জন নিহত হন।ফেনী মডেল থানার পরিদর্শক রাশেদ খান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লেমুয়ার ভাঙ্গাতাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ৬ জন নিহত হয়েছেন। আরও পড়ুন মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় কাদের মির্জাকে গ্রেপ্তারের দাবিতে অবস্থান ধর্মঘট বেগমগঞ্জে ৭ই মার্চ আলোচনা সভা ও কেক কেটে আনন্দ উদযাপন