পূজার আগেই পূজা এল নুসরাতের জীবনে! টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৮ | আপডেট: ৩:৫৪:অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৮ হাতে আর মাত্র কয়েকটা দিন। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে দুর্গাপূজার। কিন্তু পূজা শুরুর অনেক আগেই পূজার আমেজ চলে এল অভিনেত্রী নুসরাত জাহানের জীবনে। কিন্তু কী ভাবে?সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেছেন নুসরাত। ছবিতে দেখা যাচ্ছে নাচের মুডে রয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘পুজার উত্তেজনা, পুজার আগেই।’হ্যাশট্যাগ দিয়ে লেখা ‘শুট মুড’। অর্থাত্ পুজার জন্য কোনও শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। সে কারণে পূজার আগেই পূজার মুডে চলে গিয়েছিলেন তিনি।বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ক্রিসক্রস’-এ শেষবার বড়পর্দায় নুসরাতকে দেখেছেন দর্শক। তার অভিনীত চরিত্র ‘মেহের’ মন কেড়েছিল দর্শকদের।এর পর ‘সেভেন’ নামের একটি হরর থ্রিলারে যশ দাশগুপ্তের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। সেপ্টেম্বরের মাঝামাঝি কলকাতায় শুটিং শুরু হতে পারে বলে জানা গেছে। আরও পড়ুন ‘তুইও বিক্রি হয়ে গেলি?খেলতে নামলি?’ : সায়নীকে শ্রীলেখা স্বামীর ডিভোর্স নোটিশ নিয়ে যা বললেন নুসরাত