প্রধানমন্ত্রীসহ তিন নেত্রীকে একসঙ্গে করোনার টিকা নেয়ার আহ্বান টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১ | আপডেট: ৭:৩৪:অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১ প্রধানমন্ত্রীসহ তিন নেত্রীকে একসঙ্গে টিকা নেয়ার আহবান জানিয়েছেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী।তবে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বাংলাদেশ বেশি দামে কিনেছে বলে অভিযোগ করেন তিনি।শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে ‘করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শিরোনামে আলোচনায় তিনি একথা বলেন।এছাড়া, জনগণের আস্থা অর্জনের জন্য সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন নেয়ার আহ্বান জানান তিনি। যারা ফ্রন্টলাইনে কাজ করছেন, তারা ভ্যাকসিন পাবেন না বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বেসরকারিখাতে ভ্যাকসিন আমদানি হলে সরকারি ভ্যাকসিন চুরি হবে মনে করেন ডা. জাফরউল্লাহ।তিনি বলেন, যত দিন সরকারি ভ্যাকসিন দেয়া না হবে, তত দিন বেসরকারিভাবে ভ্যাকসিন আমদানি না করা উচিত।সুত্র: ডিবিসি নিউজ। আরও পড়ুন দেশে এখন ভিক্ষুক খুঁজে পাওয়া যায় না: তথ্যমন্ত্রী যত অর্জন সবকিছুর সাথে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম: তথ্যমন্ত্রী