প্রিয় ক্রিকেটারের মৃত্যু সংবাদে ভেঙে পড়লেন কোহলি টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৮ | আপডেট: ৩:৪৮:অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৮ ইংল্যান্ড সফরে প্রথম দুই ম্যাচে হেরে সমালোচনায় বিদ্ধ ভারত কাপ্তান। অবশেষে তৃতীয় ম্যাচে জয়, স্বস্তিতে বিরাট কোহলি। তবে এর পরই কানে আসে প্রিয়জন বিয়োরে কথা। ফের হতাশায় কোহলি।চতুর্থ টেস্টের জন্য অনুশীলন করছেন কোহলিরা। অনেকদিন পর গোটা শিবিরে অদ্ভুত টগবগে ভাব। ম্যাচটি ২–২ করার জন্য বদ্ধপরিকর সবাই। এ জন্যই বাড়তি প্রাকটিসে নেই অনীহা।আজ দুই ওপেনার ছাড়াও বিরাট কোহলি নেটে ব্যাট করেছেন অনেকক্ষণ। তারপর গেলেন ক্যাচ প্রাকটিস করতে। এবং সেখান থেকে ড্রেসিংরুমে ফেরার পথে সাংবাদিকদের সাথে আলাপ করেন দলনেতা। কথার ফাঁকে সাংবাদিক জিজ্ঞেস করলেন গোপাল বসুর কথা। জবাবে কোহলি বলেন , শুনেছি গোপাল বসুর মৃত্যুর খবর। এটুকু বলতে পারি, আমায় খুব ভালবাসতেন।’ ডেথ সার্টিফিকেট এখনও কেন পাননি, তা জানতে চাইলেন। শুনলেন মন দিয়ে, ‘তাই নাকি?’ ২০০৮–এ বিরাটরা যে বার কুয়ালা লামপুরে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জিতেছিলেন, সেই দলের ম্যানেজার ছিলেন গোপাল বসু। বিরাটের প্রতি আলাদা স্নেহ কারোরই অজানা নয়। তাই তো শিষ্য বলেন, ‘তার মৃত্যুতে আমার হৃদয় ভেঙে গেছে। তিনি আমার খুব প্রিয় ছিলেন।’উল্লেখ্য, ২৬ আগস্ট না ফেরার দেশে চলে যান ভারতের সাবেক ক্রিকেটার গোপাল বসু। আরও পড়ুন ক্রাইস্টচার্চের সেই মসজিদে জুমা আদায় করে আপ্লুত মুশফিক পাকিস্তানকে নয়, নিজের দেশকে ভালোবাসুন : নাফীস