ফতুল্লায় টায়ার কারখানায় ভয়াবহ আগুন টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৮ | আপডেট: ১১:১৫:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৮ নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন পরিষদের পাশে একটি টায়ার কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। বুধবার সকাল ৮টার দিকে ইস্ট এশিয়ান কক্স নামে ওই কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে।ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুন মাহমুদ জানান, আগুন নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ও ঢাকার সাতটি ইউনিট কাজ করছে। আরও কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিচ্ছে বলে জানান তিনি। আরও পড়ুন বালিয়াকান্দিতে লকডাউন সফল করতে তৎপর ইউএনও-ওসি টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত তিন, আহত দুই