ফিফা র্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স, দশের বাইরে আর্জেন্টিনা টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০১৮ | আপডেট: ৯:০০:পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০১৮ বিশ্বকাপের পর ঘোষিত ফিফা র্যাংকিংয়ে আসবে বড়সড় পরিবর্তন, এমনটা অনুমেয়ই ছিল। ফিফা প্রকাশিত সবশেষ র্যাংকিংয়ে হয়েছেও তাই। বিশ্বকাপ শুরুর আগে র্যাংকিংয়ের শীর্ষে থাকা জার্মানি ছিটকে গিয়েছে ১৫ নম্বরে। বিশ্বকাপ জিতে ৬ ধাপ এগিয়ে শীর্ষে উঠেছে ফ্রান্স।পয়েন্টের হিসেবে সর্বোচ্চ ১৫০ পয়েন্ট যোগ হয়েছে ফ্রান্সের নামের পাশে। সামনে থাকা ছয় দলকে র্যাংকিংয়ে পেছনে ঠেলে দিয়ে এক নম্বর স্থান দখল করেছে লা ব্লুজরা। নানান অঘটনের বিশ্বকাপের কারণে র্যাংকিংয়ে পরিবর্তন এসেছে অনেক। সবচেয়ে বড় ধাক্কাটা পেয়েছে জার্মানিই।২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা পিছিয়েছে ১৪ ধাপ, নেমে গিয়েছে ১৫ নম্বরে। অন্যদিকে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পিছিয়েছে ৬ ধাপ, তাদের বর্তমান অবস্থান ১১তম। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়লেও ১ ধাপ নেমেছে ব্রাজিল, রয়েছে ৩ নম্বরে।অন্যদিকে ব্রাজিলের ২ নম্বর স্থানটা দখল করেছে র্যাংকিংয়ের তিনে থাকা বেলজিয়াম। রাশিয়া বিশ্বকাপের রানারআপ দল ক্রোয়েশিয়া লাফ দিয়েছে ১৬ ধাপ, উঠে এসেছে ৪ নম্বরে। নয় ধাপ এগিয়ে ৫ নম্বরে রয়েছে উরুগুয়ে। বিশ্বকাপে চতুর্থ হওয়া ইংল্যান্ডের উন্নতি ঘটেছে ৯ ধাপ, অবস্থান ৬ষ্ঠ।শীর্ষ দশের পরের চারটি স্থান পর্তুগাল, সুইজারল্যান্ড, স্পেন ও ডেনমার্কের। ১১ নম্বরেই রয়েছে আর্জেন্টিনা। এগুনোর হিসেবে সবচেয়ে বড় লাফ দিয়েছে স্বাগতিক রাশিয়াই। ২১ ধাপ এগিয়ে তাদের বর্তমান র্যাংকিং ৪৯তম। আর সবচেয়ে বেশি পিছিয়েছে মোহাম্মদ সালাহর মিশর। ২০ ধাপ পিছিয়ে তাদের বর্তমান অবস্থান ৬৫তম।ফিফা র্যাংকিংয়ের শীর্ষ দশ দেশ১. ফ্রান্স – ১৭২৬ পয়েন্ট২. বেলজিয়াম – ১৭২৩ পয়েন্ট৩. ব্রাজিল – ১৬৫৭ পয়েন্ট৪. ক্রোয়েশিয়া – ১৬৪৩ পয়েন্ট৫. উরুগুয়ে – ১৬২৭ পয়েন্ট৬. ইংল্যান্ড – ১৬১৫ পয়েন্ট৭. পর্তুগাল – ১৫৯৯ পয়েন্ট৮. সুইজারল্যান্ড – ১৫৯৭ পয়েন্ট৯. স্পেন – ১৫৮০ পয়েন্ট১০. ডেনমার্ক – ১৫৮০ পয়েন্টএছাড়া ১১ নম্বরে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৫৭৪ পয়েন্ট ও ১৫তে থাকা জার্মানির পয়েন্ট ১৫৬১। আরও পড়ুন মেসি নৈপুণ্যে বার্সার দুরন্ত জয় পিকে’কে নিয়ে ফের ক্যোমানের কপালে চিন্তার ভাঁজ