ফেদেরারের নামে মুদ্রা চালু করছে সুইজারল্যান্ড টিবিটি টিবিটি স্পোর্টস ডেস্ক প্রকাশিত: 11:24 PM, December 2, 2019 | আপডেট: 11:24:PM, December 2, 2019 টেনিস তারকা রজার ফেদেরারের নামে স্মারক মুদ্রা চালু করতে যাচ্ছে সুইজারল্যান্ড। এটিই প্রথম কোনো জীবিত ব্যক্তির নামে মুদ্রা চালু হওয়ার ঘটনা।২০ সুইস ফ্রাঙ্কের ব্রোঞ্জ মুদ্রা আগামী জানুয়ারি মাসে দেশটির কেন্দ্রীয় মুদ্রা বিভাগ প্রকাশ করতে যাচ্ছে। কেন্দ্রীয় মুদ্রা বিভাগ একই বছর মে মাসে ফেদেরারের ৫০ ফ্রাঙ্কের সোনার মুদ্রাও চালু করতে চাচ্ছে।২০ টি গ্রান্ডস্লাম জয়ী এই সুইস তারকা বর্তমানে বিশ্ব র্যাংকিংয়ে তৃতীয় নম্বরে আছেন। অসামান্য এ সম্মানের জন্য সুইজারল্যান্ড ও সুইসমিন্টকে ধন্যবাদ জানিয়েছেন ৩৮ বছর বয়সী এ তারকা। আরও পড়ুন আজ মাঠে ফিরছেন মাহমুদ উল্লাহ মাত্র ১৫ বছর বয়সে আইপিএলের নিলামে আফগান তরুণ