ফেনীতে একশ কেজি গাঁজাসহ গ্রেপ্তার টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:৫২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৮ | আপডেট: ৪:৫৩:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৮ ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি ট্রাকে অভিযান চালিয়ে একশ কেজি গাঁজাসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। শনিবার রাত আড়াইটার দিকে ফেনীর লেমুয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তাদেরকে গ্রেপ্তার করা হয়।তারা হলেন- চট্টগ্রামের সদরঘাট থানার বাংলাবাজার এলাকার মৃত সুলতান আহম্মদের ছেলে মো. আবুল কালাম এবং ফেনীর দাগনভূঞাঁ থানার মো. ওয়াসিম।র্যাব-৭ ফেনী ক্যাম্প অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব মহাসড়কের চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালিয়ে একশ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়। তাদের ফেনী মডেল থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানান র্যাব কর্মকর্তা। আরও পড়ুন নোয়াখালী চালাই আমি : এমপি একরামুল আইনমন্ত্রীর ‘সান্নিধ্য পেতে’ দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০