ফের পেছালো সালাহ উদ্দিন আহমেদের অনুপ্রবেশ মামলার রায় টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৮ | আপডেট: ৪:০৮:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৮ ফাইল ছবিভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের মামলার রায় আবারো পিছালো। আগামী ১৫ নভেম্বর নতুন তারিখ দিয়েছেন মেঘালয়ের রাজধানী শিলংয়ে বিচারিক হাকিম ডি জি খার সিং।এর আগে ২৫ জুন উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত ১৩ আগষ্ট রায়ের তারিখ ঘোষনা করেন। পরবর্তীতে তা পিছিয়ে ২৮ সেপ্টেম্বর ধার্য করা হয়।অনুপ্রবেশ আইনে দায়ের করা মামলায় ২০১৫ সালের ২২ জুলাই আদালতে অভিযোগ পত্র দেয় শিলং পুলিশ। এতে বলা হয় বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের শিলং এ আকস্মিক উপস্থিতি উদ্দেশ্যপ্রনোদিত। বেশ কয়েকটি অভিযোগের বিচার এড়াতে তিনি বাংলাদেশ থেকে ভারতে এসেছেন।২০১৫ সালের মে মাসে শিলং থেকে মেঘালয় পুলিশ গ্রেফতার করে সালাউদ্দিনকে। এর আগে বেশ কিছুদিন নিখোঁজ ছিলেন তিনি। সালাহ উদ্দিনের দাবি- অপহরণকারীরাই তাঁকে ভারতে নিয়ে গেছে। আরও পড়ুন রাজধানীতে বিএনপির মশাল মিছিল সবাইকে লাঠি তৈরি করতে বললেন নূর