বরিশাল শহরের বিভিন্ন জায়গায় রঙ দিয়ে ‘Sorry’ লেখা নিয়ে রহস্য টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০ | আপডেট: ৫:৫৮:অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০ বরিশাল নগরের সড়ক ও বিভিন্ন জায়গায় রঙ দিয়ে কে বা কারা ইংরেজিতে ‘Sorry’ শব্দ লিখে রাখা হয়েছে। আর এ বিষয়টি নিয়ে এরই মধ্যে শহরের নানা জায়গায় রহস্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা রঙ দিয়ে সরি লিখেছে আর কিসের জন্য ক্ষমা চাওয়া হচ্ছে? এসব প্রশ্নে সামাজিক যোগাযোগ মাধ্যম মুখরিত হয়ে উঠেছে।মঙ্গলবার(২৪ নভেম্বর) দিবাগত রাতে দেখা যায়, নগরের কোতোয়ালি মডেল থানার সামনের সড়কের দুটি স্থানে ইংরেজিতে ‘Sorry’ শব্দটি লেখা রয়েছে। এরপর চকবাজারের পুলের ওপর এবং নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালসংলগ্ন জিয়া সড়কে বেশ কয়েকটি স্থানে একইভাবে স্যরি শব্দটি লেখা রয়েছে।এদিকে স্থানীয়রা জানান, এই কয়েকটি জায়গা ছাড়াও নগরীর আরও বেশ কিছু এলাকায় এরকম সরি লেখা রয়েছে।এ বিষয়ে এক স্থানীয় বলেন, প্রথমে চকবাজারের পুলের ওপর থাকা লেখাটি চোঁখে পরে। এরপর মঙ্গলবার রাতে কোতোয়ালি মডেল থানার পেছনের গেট সংলগ্ন সড়কে পর পর দুটি স্থানে ইংরেজিতে সরি লেখা শব্দটি দেখতে পাই। আর সব লেখাতেই সাদা রঙের ব্যবহার করা হয়েছে। মনে হচ্ছে তুলির বদলে স্প্রে দিয়ে এটি লেখা হয়েছে।তবে স্থানীয়দের অনেকের ধারণা, কারো অভিমান ভাঙ্গাতে কেউ হয়তো এমনটা করতে পারে। যুব সমাজের অনেকের মতে, এটি হয়তো কোনো পাগলাটে প্রেমিকের কাজ।অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিয়ে না দেখার আহ্বান জানিয়ে শহরের সুশীল সমাজের মত, এ নিয়ে মাথা ঘামানোর কিছু নেই।যদিও অনেকে আবার বলছেন, এ লেখার পেছনের কারণ কি? কেন লেখা হয়েছে? তা খতিয়ে দেখা উচিত আইন-শৃঙ্খলা বাহিনীর। আরও পড়ুন যশোরে যুবকের বিরুদ্ধে পর্ণোগ্রাফি মামলা মেঘনার ৫ বছরের শিশু হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ইট দিয়ে হত্যা করা হয় ছোট্ট রিফানকে