বরের বয়স ৬৫, কনের ৬০ টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৮ | আপডেট: ৫:৪২:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৮ টিবিটি দেশজুড়েঃ ময়মনসিংহের ভালুকা উপজেলায় ৬৫ বছরের বৃদ্ধ মাইনউদ্দিন ফকিরের সঙ্গে ৬০ বছরের বৃদ্ধা সাহেরা খাতুনের বিয়ে হয়েছে।গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে সাহেরা খাতুনের বাড়িতে এ বিয়ে সম্পন্ন হয়। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী তাদের বিয়ের কাবিন রেজিষ্ট্রি করা হয়। বিয়ের দেনমোহর ধরা হয়েছে এক লাখ টাকা।কাতলামারী গ্রামের সোহেল রানা জানান, মাইনউদ্দিন ও সাহেরার বিয়ে দেখতে অনেকেই কনের বাড়িতে আসেন। অনেকেই আবার এই দুজনের বিয়ে ফেসবুকে লাইভ ভিডিও ধারণ করেন। আবার কেউ বর-কনের সঙ্গে সেলফি তোলেন।সোহেল রানা জানান, মাইনউদ্দিন ফকিরের প্রথম স্ত্রী মারা গেছেন। তার এখন পাঁচ ছেলেমেয়ে রয়েছে। আছে নাতি-নাতনিও। অপরদিকে সাহেরা খাতুনেরও প্রথম স্বামী মারা গেছেন। তার ঘরেও রয়েছে দুই ছেলেমেয়ে ও নাতি-নাতনি। আরও পড়ুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের একটি ঘর চান বৃদ্ধা রুমেছা ওজনে কারচুপি, কুমিল্লায় সাত প্রতিষ্ঠানকে জরিমানা