বল করবি নাকি বোলার পালটাবো, রেগে গিয়ে বললেন ধোনি (ভিডিও) টিবিটি টিবিটি স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৮ | আপডেট: ১:১৩:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৮ টিবিটি খেলাধুলাঃ টানা ধকল। তাই একটা ম্যাচ ‘ছুটি’ নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তাই ভারতীয় দলের নেতৃত্ব উঠেছিল দেশটির সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাঁধে।তবে উড়তে থাকা ভারতকে এদিন জেতাতে পারেনি ধোনির নেতৃত্ব। ঝরা পাতার মতো উইকেট ঝরলেও একপাশে ওপেনার মোহাম্মদ শেহজাদের ঝড় আফগান ইনিংসে খুব বেশি আচ লাগতে দেয়নি।আর তাই ম্যাচের লাগামটা কখনোই পুরোপুরি নিজের হাতে নিতে পারেননি ধোনি। মাঠে ঠাণ্ডা মেজাজের জন্য তাকে ডাকা হয় মিস্টার কুল বলে। কিন্তু এদিন শেহজাদ-নবীদের দারুণ ব্যাটিং তাকে কুল থাকতে দেয়নি। আফগানিস্তান ইনিংসের মাঝামাঝি সময়ে বোলিংয় করতে গিয়ে চায়নাম্যান কুলদীপ ইয়াদভ ফিল্ডিং পরিবর্তনের জন্য আরজি করেন ধোনির কাছে।তবে তার ডাকে সাড়া দেননি ধোনি। পুনরায় কুলদীপ একই আবেদন করলে রেগে যান ধোনি। বলেন, বোলিং কারেগা ইয়া বোলার চেঞ্জ কারে? (বল করবি নাকি বোলার পরিবর্তন করবো)।ওই ঘটনার ভিডিও টুইটারে ভাইরাল হয়ে পড়েছে। নিজের ১০ ওভারে ৩৮ রান খরচ করে ২ উইকেট তুলে নেন কুলদীপ।আফগানিস্তানের দেয়া ২৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে নাটকীয়ভাবে টাই করে ভারত।"Bowling karega ya bowler change karein" MS Dhoni to Kuldeep Yadav pic.twitter.com/Sb7mKOporI— Khurram Siddiquee (@iamkhurrum12) September 25, 2018 আরও পড়ুন মায়ের জন্য শাস্তি মওকুফ হচ্ছে শাহাদাতের কোয়ারেন্টাইনে থেকেও অনুশীলনে মাহমুদউল্লাহর সন্তুষ্টি