বাড্ডায় ময়লার স্তূপে আগুন টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০১৮ | আপডেট: ১১:৩৭:পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০১৮ প্রতীকী ছবিরাজধানীর মেরুল বাড্ডায় একটি ভবনের পাশে ময়লার স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানা গেছে।বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, ৪টা ৪০ মিনিটে আগুনের সংবাদ পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে গাড়ি পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। এতে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।এদিকে আগুনের ভয়াবহতা না থাকলেও দীর্ঘ পাঁচ কিলোমিটার দূর থেকে আগুনের ধোয়া দেখা গেছে।বাড্ডা থানা পুলিশ জানায়, আগুনের কারণে উত্তর বাড্ডা থেকে রামপুরা ব্রিজ সড়কের যানচলাচল কিছুক্ষণ ব্যহত হয়, তবে বর্তমানে সড়ক সচল রয়েছে। আরও পড়ুন ঢাকায় করোনা টিকা নিয়েছে ৫ লাখের বেশি মানুষ কিউলেক্স মশা খুব বিপদজনক নয় : স্থানীয় সরকার মন্ত্রী