বাসে গরুবাহী ট্রাকের ধাক্কা, নিহত ১ টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০১৮ | আপডেট: ৩:৪৩:পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০১৮ প্রতীকী ছবিচট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদাম বিবিরহাট এলাকায় বাসের সঙ্গে গরুবাহী ট্রাকের ধাক্কায় এক যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ওই বাসের অন্তত ১০ জন যাত্রী। বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম নগরে চলাচলকারী একটি সিটি বাসের সঙ্গে ওই গরুবাহী ট্রাকের ধাক্কা লাগে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘মাদাম বিবিরহাটে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তিকে চমেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।’ আরও পড়ুন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ডেউটিন ও আর্থিক সহায়তা প্রদান নোয়াখালীতে গণধর্ষনের আসামী ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল