বাড়তি সুযোগ নিতে গাড়িতে ‘অবৈধ’ স্টিকার-ফ্ল্যাগস্ট্যান্ড, ২১ মামলা টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৮ | আপডেট: ২:৩২:অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৮ যানবাহনের একটু বাড়তি সুযোগ নিতে নিজের গাড়িতে বিভিন্ন ধরণের অবৈধ স্টিকার ও ফ্লাগস্ট্যান্ড ব্যবহার করছেন অনেকে। বিষয়টি নজরে আসায় অভিযান চালায় ট্রাফিক পুলিশ।বৃহস্পতিবার(২৯ আগস্ট) রাজধানীর শাপলা চত্বর ও দৈনিক বাংলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাফিক পূর্ব বিভাগ। সেই অভিযানে ধরা পড়ে বিভিন্ন সরকারি দপ্তর, মন্ত্রণালয় ও প্রেসের ৩০ টি স্টিকার। উদ্ধার করা হয় ১০০ টি ফ্ল্যাগস্ট্যান্ড। ট্রাফিক পুলিশ এ সময় ৫টি বিকন লাইট, ২ টি সিগন্যাল লাইট ও ২টি হুটার উদ্ধার করে।ট্রাফিক পুলিশ আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ২১ টি মামলা করেছে পুলিশ। আরও পড়ুন ঢাকায় করোনা টিকা নিয়েছে ৫ লাখের বেশি মানুষ কিউলেক্স মশা খুব বিপদজনক নয় : স্থানীয় সরকার মন্ত্রী