বিএনপি-জামায়াতের দুই প্রার্থীর ৩ গুণের বেশি ভোট পেয়েছেন কাদের মির্জা টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১ | আপডেট: ১০:২০:পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১ আলোচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই আবদুল কাদের মির্জা বিএনপি ও জামায়াত সমর্থিত দুই প্রার্থীর মোট ভোটের ৩ গুণেরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) বিকালে মোট ৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল আলম।নির্বাচনে আবদুল কাদের মির্জা পেয়েছেন ১০ হাজার ৭৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী (ধানের শীষ) কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ১ হাজার ৭৭৮ ভোট এবং জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী (মোবাইল ফোন) মোশারফ হোসেন পেয়েছেন ১ হাজার ৪৫১ ভোট। বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থী মিলে পেয়েছেন ৩২২৯ ভোট। ফলে কাদের মির্জা তিনগুণেরও বেশি ভোটে জয়ী হয়েছেন। আরও পড়ুন বেগমগঞ্জে ৭ই মার্চ আলোচনা সভা ও কেক কেটে আনন্দ উদযাপন কুমিল্লায় মাটির পাতিলে মিললো নবজাতকের মরদেহ