বিছানায় রক্তাক্ত মান্দানার ভিডিও ভাইরাল টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮ | আপডেট: ৫:১৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮ টিবিটি বিনোদনঃভারতের অন্যতম বিতর্কিত টেলিভিশন শো বিগ বসের জনপ্রিয় অভিনেত্রী মান্দানা করিমি এবার টিভি সিরিয়ালে অভিনয় করতে চলেছেন। শিগগিরই ছোট পর্দায় একটি শক্তিশালী ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে।স্টার প্লাসের জনপ্রিয় শো ‘ইশকবাজ’ তার প্রথম টিভি শো, ইতিমধ্যেই শুটিংও শুরু হয়ে গিয়েছে এই শোয়ের। সেই শুটিং সেট থেকেই একটি ভিডিও শেয়ার করেছেন মান্দানা। সেখানে দেখা যাচ্ছে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তিনি।পাশে পড়ে রয়েছে রক্তমাখা একটি ছুরিও। এই ভিডিওটি আসলে ওই শোয়ের একটি দৃশ্য। সেখানে দেখা যাচ্ছে রক্তে ভিজে যাচ্ছেন মান্দানা, আর সহ অভিনেতা নকুল মেহতার দিকে ইঙ্গিত করছেন।বিছানায় রক্তাক্ত অবস্থায় শুয়ে তিনি বলছেন তার এই অবস্থা করেছেন নকুলই, নকুল মানুষ নয় শয়তান।https://www.instagram.com/p/Bm-ZBJLltJ5/?utm_source=ig_web_copy_link আরও পড়ুন রাকিবকে আমার বাটপার মনে হচ্ছে: নাসিরের মডেল বান্ধবী টিকা নিয়ে ধন্যবাদ জানালেন তাহসান