বিজিবি’র গুলিতে সীমান্তে এবার ভারতীয় নাগরিকের মৃত্যু টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১ | আপডেট: ৯:২৮:অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১ বাংলা-ভারত মেঘালয় সীমান্তে সাউথ গারো হিলস জেলায় বিজিবি’র গুলিতে এক ভারতীয় নাগরিক মারা গেছে।বিজিবির গুলিতে ভারতীয় নাগরিকের মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় গ্রামবাসী। পুলিশ ও প্রশাসন বিবিসিকে জানিয়েছে, নিহত ব্যক্তিকে মাদক চোরাকারবারি বলে চিহ্নিত করা হয়েছে।তবে, তার স্বপক্ষে কোন প্রমাণ দেখাতে পারেনি। গেল বছর ডিসেম্বরের শেষে বাংলাদেশ সীমান্তবর্তী মেঘালয়ের রাসনগর গ্রামের বাসিন্দা থেডিয়ান জি মোমিন নামে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ হয়ে সীমান্তের কাছে বাংলাদেশের দিক ঘেঁষে পড়ে থাকতে দেখা যায়।স্থানীয় গ্রামবাসীদের বক্তব্য, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র সহায়তায় সূর্যপুর-ডুমিলকুড়া সীমান্তের কাছে তাকে গুলি করা হয়। এখন দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে আলোচনার মাধ্যমে এই হত্যাকাণ্ডের প্রতিকারের চেষ্টা চলছে। আরও পড়ুন গাইবান্ধায় পুলিশ-র্যাবের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, পুলিশ সদস্যসহ আহত ৮ নৌকার ৮ গুণের বেশি ভোট পেয়ে জয়ী ধানের শীষের প্রার্থী