বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ১২ লাখ, মৃত্যু সাড়ে ৬৪ হাজার টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২০ | আপডেট: ১০:০৯:পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২০ ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ৮শ’ মানুষের প্রাণ কেড়ে নিলো নোভেল করোনাভাইরাস। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৬৯১ জনে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখ।শুধু যুক্তরাষ্ট্রেই সংক্রমিত তিন লাখের বেশি মানুষ। শনিবার দিনের হিসেবে সর্বোচ্চ প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। নতুন করে মারা গেছেন এক হাজার ৩৩১ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো সাড়ে আট হাজারে।এছাড়া ফ্রান্সে মারা গেছেন এক হাজার ৫৩ জন। মোট মৃত্যু সাড়ে সাত হাজার ছাড়িয়েছে দেশটিতে। প্রাণহানি ও সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে যুক্তরাজ্যেও। টানা দু’সপ্তাহ রেকর্ড প্রাণহানি ও সংক্রমণের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ইতালি-স্পেনে। দেশ দু’টিতে নতুন করে মৃত্যু হয়েছে ১৪শ’র বেশি মানুষের। আরও পড়ুন জাপানে ভয়াবহ তুষারঝড়, নিহত ১ ছুটি চাওয়ায় অশ্লীল প্রস্তাব: অফিসারকে নারীদের গণধোলাই