বিয়ের দিনক্ষণ ঠিক করতে ভারতে আসছেন নিকের পরিবার টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৫৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০১৮ | আপডেট: ৬:৫৬:পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০১৮ ছবিঃ সংগৃহীতলন্ডনে চুপিসারে এংগেজমেন্ট সেরে ফেললেও বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া যে এখন মার্কিন পপতারকার নিকের বাগদত্তা সে খবর জেনে ফেলেছে সবাই।যদিও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন প্রিয়াংকা। কবে তিনি তার বিয়ের দিনক্ষণের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন, সেদিকে চাতকের ন্যায় চেয়ে আছেন ভারতের সিনেমাপ্রেমীরা।বলি সূত্রের খবর, আগামী ১৮ আগস্ট প্রিয়াংকা চোপড়ার বাড়িতে একটি হাইপ্রোফাইল পার্টির আয়োজন করা হতে পারে, যেখানে বলিউডের বহু আইকন উপস্থিত থাকবেন। আর সেই পার্টিতেই নিকের সঙ্গে বাগদানের ঘোষণা করবেন প্রিয়াংকা।আর এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আজ নাকি ভারতে আসছে প্রিয়াংকার হবু বর নিক জোনাসের পরিবার। এ উপলক্ষে সাজানো হয়েছে প্রিয়াংকা চোপড়ার বাড়ি।জানা গেছে, বাগদানের ঘোষণার সময়ই চোপড়া পরিবারের সঙ্গে জোনাসদের আলাপ-পরিচয় সম্পূর্ণ হবে। শুধু তাই নয়, ভারতীয় রীতিনীতি মেনেই প্রিয়াংকাকে বিয়ে করবেন নিক এ খবরও রটেছে সে দেশের বিনোদন সাংবাদিকদের মাঝে। আরও পড়ুন পাকিস্তানে হুবহু ঐশ্বরিয়ার মতো দেখতে নারীর সন্ধান! (ভিডিও) খোলামেলা পোশাকে উষ্ণতা ছড়াচ্ছে বিপাশা বসু