ব্রিটিশ সুপ্রিমকোর্টে শামিমার ভাগ্য নির্ধারণ আজ টিবিটি টিবিটি আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২১ | আপডেট: ২:২১:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২১ জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিতে পালিয়ে যাওয়া স্কুলছাত্রী শামীমা বেগমকে সিরিয়া থেকে যুক্তরাজ্যে ফেরার অনুমতি দেয়া হবে কি না, সে বিষয়ে আজ রায় দেবেন দেশটির সুপ্রিম কোর্ট।১৫ বছর বয়সে বন্ধুদের সঙ্গে পালিয়ে গিয়ে আইএসে যোগ দেয়ার ছয় বছর পর এই রায় আসছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়।নাগরিকত্ব বাতিল হওয়ার সিদ্ধান্ত আইনগতভাবে মোকাবিলায় ব্রিটেনে ফিরে যাওয়ার অনুমতি চেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণী।তার দাবি, ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্ত বেআইনি। এতে তিনি রাষ্ট্রহীন হয়ে পড়েছেন এবং তার মৃত্যুর ঝুঁকি রয়েছে।সিরিয়ায় আইএসে যোগ দেয়ায় বছর দুয়েক আগে জাতীয় নিরাপত্তা কথা বিবেচনা নিয়ে তার নাগরিকত্ব বাতিল করে দেয়া হয়েছিল। তখন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন সাজিদ জাভিদ।জিহাদি গোষ্ঠীদের যোগ দেয়া নাগরিকদের প্রতি দেশগুলো কী রকম আচরণ করে, তার একটি পরীক্ষা হিসেবে দেখা হবে এই রায়কে।স্কুলের দুই বন্ধুকে সঙ্গে নিয়ে শামিমা যখন সিরিয়ায় পাড়ি জমান, তখন তার বয়স ছিল ১৫ বছর। পরে এক আইএস যোদ্ধাকে বিয়ে করেন তিনি।সিরিয়ার ক্যাম্পে বর্তমানে এই ২১ বছর বয়সী তরুণী দুর্গত অবস্থায় রয়েছেন। তার স্বামী সিরীয় কারাগারে আছেন বলে মনে করা হচ্ছে এবং তাদের তিনটি সন্তানই মারা গেছে। আরও পড়ুন নাভালনির মৃত্যু হলে রাশিয়ার কঠিন পরিণতি: যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা সম্ভব নয়, বললেন ইসরায়েলি জেনারেল