ভারতকে হারাতে যাদের উপর ভরসা রাখছেন পাপন টিবিটি টিবিটি স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৮ | আপডেট: ৯:২৯:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৮ ফাইল ছবিএশিয়া কাপের অঘোষিত সেমি ফাইনালে গতকাল মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আর সেই ম্যাচে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে তৃতীয়বারের মত এশিয়া কাপের ফাইনালে উঠে যায় বাংলাদেশ। আগামীকাল শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে লড়বে বাংলাদেশ-ভারত।এই নিয়ে তৃতীয়বারের মত এশিয়া কাপের ফাইনাল খেলবে বাংলাদেশ। এর আগেও দুইবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ। কিন্তু শিরোপার খুব কাছে থেকেই ঘুরে আসতে হয়েছে তাদের। তবে এইবার খালি হাতে ফিরতে চায় না টাইগাররা। ফাইনালে ভারতকে হারানো অসম্ভব কিছু নয় বলেই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শক্তির দিক দিয়ে তারা (ভারত) আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমি যেটা সবসময় বলি, সেটা হলো আমাদেরও অনেক ম্যাচ উইনার আছে। এরা যদি ভালো করে সবকিছুই সম্ভব। ফাইনালে জয় অসম্ভব নয়।’তবে বাংলাদেশ দলের টপ অর্ডারদের ব্যর্থতায় হতাশ পাপন। এছাড়া সাকিব-তামিমকে না পাওয়া টাইগারদের জন্য বড় একটি ধাক্কা। পাপন বলেন, ‘আমাদের টপ ওর্ডার সবসময় ফেল করে আসছে। তামিম ছাড়া, অনেক দিন ধরে এরা ব্যর্থ। এখন তামিম নাই তাই এটা আরো প্রকট হয়েছে। আবার যখন সাকিব যথন গেল তখন আরো প্রকট হলো। এই রকম করে যদি কোনদিন মুশফিকও না থাকে তখন দেখবেন সেটা আরো বড় মনে হবে। আসলে কিন্তু আমাদের টিমে ৫ জন ম্যাচ উইনার আছে। এর মধ্যে মেজর যে দুইজন তারা যদি না থাকে তাহলে ধাক্কা তো খাবেই। কিন্তু তামিম একজন ব্যাটসম্যান এবং সাকিব একজন অলরাউন্ডার তাদের বিকল্প এখনো বাংলাদেশে নেই।’ আরও পড়ুন হঠাৎমাঠে ঢুকে পড়ল ভক্ত, ভয়ে দৌড়ে পালালেন কোহলি (ভিডিও) পাকিস্তানি পেসার শোয়েবের চেহারার সঙ্গে মিল, ভাইরাল ভারতীয় নারী