ভারতের ভ্যাকসিন উপহার পেয়ে দেশের মানুষ অনেক খুশি: জিএম কাদের টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১ | আপডেট: ৪:২৮:অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১ জিএম কাদের। ফাইল ছবিজাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি করোনা প্রতিরোধে ভারত সরকারের উপহার ২০ লাখ ডোজ ভ্যাকসিন “কোভিশিল্ড” বাংলাদেশকে দেওয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন।শনিবার (২৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় ভারত সরকারের পাশাপাশি বন্ধুপ্রতিম ভারতের জনসাধারণের প্রতিও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘মহামারিকালে ভারত সরকারের এই উপহার বাংলাদেশের জনগণ কৃতজ্ঞচিত্তে স্মরণে রাখবে। ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিন পেয়ে দেশের মানুষ অত্যন্ত খুশি হয়েছে।করোনার ছোবলে বিশ্বব্যাপী যখন ভয়ার্ত পরিবেশ তখন ভারত সরকারের এই উপহার প্রমাণ করেছে, ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব অকৃত্রিম এবং অনুপম।’তিনি বলেন, ‘আগামী দিনে বন্ধুপ্রতিম ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’ আরও পড়ুন মানুষকে রক্ষায় ডিজিটাল আইন, মুশতাকের মৃত্যু অনভিপ্রেত: তথ্যমন্ত্রী শনিবার সংবাদ সম্মেলনে জাতিকে যে সুখবর দেবেন প্রধানমন্ত্রী